
Prokito
@Prokito
বাংলা ভাষায় আবেদন পত্র লেখা একটি প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিক রীতির অংশ, যা সঠিক নিয়ম মেনে লিখতে হয়। আবেদন পত্র লেখার নিয়ম বাংলা অনুসারে প্রথমে প্রাপক বা কর্মকর্তার নাম ও পদবি উল্লেখ করতে হয়, তারপর বিষয়বস্তু সংক্ষেপে বিষয় লাইনে লিখতে হয়। মূল আবেদন অংশে নম্র ভাষায় প্রয়োজনীয় বক্তব্য, অনুরোধ বা সমস্যার বর্ণনা দিতে হয় এবং শেষে উপযুক্ত সমাপ্তি বাক্য ব্যবহার করে আবেদন শেষ করতে হয়। উদাহরণস্বরূপ: “অতএব, মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা, আমার আবেদনটি সদয় বিবেচনার মাধ্যমে মঞ্জুর করার অনুরোধ রইল।” এর পরেই “বিনীত,” লিখে আবেদনকারীর নাম, স্বাক্ষর ও তারিখ দিতে হয়।